Mar 27, 2021

রাষ্ট ৫০ বছরেও দাড়াতে পারেনি;এমপি হারুন


"এ মাঠ (বারোঘরিয়া) আজ কানায় কানায় পূর্ণ থাকতো। আমরা কর্মসূচীতে পরিবর্তন নিয়ে এসেছি। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে,সভা সেমিনারের নিরাপত্তা প্রদান করা ও অধিকারকে নিশ্চিত করা। দেশের নাগরীকরা মত প্রকাশ করতে পারেনা। একজন রাজনীতি ব্যক্তির মত প্রকাশের অধিকার না থাকে এ রাষ্ট্র কোনদিন দাঁড়াতে পারবেনা। এ রাষ্ট ৫০ বছরের দাঁড়াতে পারেনি। এ অধিকার যদি না দেয়া হয় তাহলে রাষ্ট্র দাঁড়াতে পারবেনা পারবেনা পারবেনা।" 

শনিবার (২৭ মার্চ) বিকালে বারোঘরিয়ার দৃষ্টি- নন্দন পার্কে মেজর জিয়ার স্বাধীনতার সূচনা,মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন, বাইতুল মোকাররমে মুসলমানদের উপর হামলার প্রতিবাদ শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব চাঁপাইনবাবগঞ্জ আসনের সাংসদ হারুন অর রশিদ মন্তব্য করেছেন।

 সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে বক্তব্য রাখেন; পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,দেবিনগর ইউপির বিএনপির সভাপতি সাইদুল আলম বিশ্বাস (পলাশ),পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মিম ফজলে আজম,পৌর যুবদলের সাবেক সভাপতি শওকত আলী,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসগর হোসেন।

সময় আরো উপস্থিত ছিলেন; বালিয়াডাঙ্গা ইউনিয়নের সদস্য তাসেম আলী,ইউসুফ রেজা, শাহীন আখতার,১৪টি ইউনিয়নের বিএনপির সভাপতি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com