Feb 26, 2021

চাঁপাইতে আটক ১, পলাতক ৫


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল ও হেরোইনসহ ১জনকে আটক করেছে ৫৯ বিজিবি । এসময় ৫ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। শুক্রবার ভোর সাড়ে ৫টায় সোনামসজিদ শিয়ালমারা সীমান্ত এলাকা হতে ২’শ বোতল ফেন্সিডিল ও ০.৭২ গ্রাম তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ সেতাউর রহমান (৩৫)। পলাতক মাদক ব্যবসায়ীরা হল-শিয়ালমারা গ্রামের মোঃ কুদ্দস মোড়লের ছেলে মোঃ মাইদুল (৩৪), মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), মুলি শেখ এর ছেলে মোঃ ছয়মুদ্দিন (৪২), মোঃ হুমার ছেলে মোঃ কাজু (২৫) ও মোঃ আজিম উদ্দীনের ছেলে মোঃ নুরুল ইসলাম বিহারী (৪৫)।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিয়ালমারা বিওপি’র নায়েক মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৩-এস  হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২’শ বোতল ফেন্সিডিল ও ০.৭২ গ্রাম হেরোইনসহ সেতাউর রহমানকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক ব্যবসায়ী মাইদুল, শহিদুল,  ছয়মুদ্দিন, কাজু ও নুরুল পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মাদকের সিজার মুল্য ৮১ হাজার ৪৪০ টাকা। ধৃত সেতাউর ও পলাতক ৫ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, দেশকে মাদক মুক্ত করতে সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com