গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী সাবিনা ইয়াসমিন (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাঁঠাল বাগিচাস্থ একটি ভাড়া বাসা থেকে সাবিনাকে গ্রেফতার করা হয়। সাবিনা ইয়াসমীন আব্দুর রাজ্জাকের স্ত্রী। সে চাঁপাই সদর থানার সিআর নং-৪৪২/১২ এবং মামল নং ৯০/১৩ আসামী।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৮ জানুয়ারি সোমবার আনুমানিক ১২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় চাঁপাই সদর থানার সিআর নং-৪৪২/১২ এবং মামল নং ৯০/১৩ মূলে ২ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মোছাঃ সাবিনা ইয়াসমিন কে কাঁঠাল বাগিচা সরকারী মহিলা কলেজের প্রধান গেটের পার্শ্বে পূর্বকোনে একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।