গত বছরের ফাইল ছবি |
চাঁপাইনবাবগঞ্জে চুক্তিভিত্তিক মিটার রিডারদের চাকুরী জাতিয়করণের দাবিতে কর্মবিরতি করেছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা।চাকুরী জাতীয়করণ,চাকুরীচ্যুতদের পূণঃবহল এবং কাজের পরিমাণ কমানো ও চাকুরী স্হায়ীকরণ-এ চার দাফা দাবীতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতি কর্মসূচী অনুষ্ঠিত হয়। রোবাবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় শহরের হুজরাপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অফিসের গেটে কর্মবিরতি কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের জেলা সভাপতি আশরাফুল ইসলাম জানায়; কথা দিয়ে কথা রাখিনি উর্ধতন কতৃপক্ষরা। গতবছরের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের প্রায় ৭০০ জন কর্মচারীদের নিয়ে মানববন্ধন করেছিলাম। সেই সময় উর্ধতন কতৃপক্ষরা দাবি মেনে নেয়ার শর্তে ১৫ দিন সময় নেন। ১৫ দিন অনেক আগেই পেরিয়ে গেছে।এখনো আমাদের দাবীসমূহের কোন মূল্যায়ন পায়নি। আমাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেইনি কতৃপক্ষ। আমাদের দাবিগুলোর বিষয়ে কোন সুরাহা না করলে আগামিতে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে পিচরেট ঐক্য পরিষদ।
কর্মবিরতি কালে উপস্থিত ছিলেন, পিচরেট ঐক্য পরিষদের জেলা সভাপতি আশরাফ আলী,সাধারন সম্পাদক আল-আমিন,সদস্য আশরাফ,অনুজ চৌধুরী,ফরহাদ হোসেন প্রমুখ।
একটি সুত্র জনায়; কর্মবিরতি নেসকো-চাঁপাইনবাবগঞ্জ বিদুৎ সরবরাহ কেন্দ্রে করতে গেলে বাধা প্রদান করা হয়। এরফলে তারা গেটের বাইরে দাড়িয়ে কর্মবিরতি পালন করেন। আগামিকাল সমবারে বিদুৎ সরবরাহ কেন্দ্রে কর্মবিরতি কর্মসূচী পালনের জন্য প্রবেশ করবে বলে জানা যায়।