শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ চলছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায়। ভোট দিয়েছেন বিএনপি, আওয়ামীলীগসহ বিদ্রোহী প্রার্থীরা। ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজার আগেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে প্রস্তুত হয়ে যায় ভোটাররা। শুরু থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল ৮টায় রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি, সকাল ৯টায় রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমেদ।
অন্যদিকে সকাল ১০টায় প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন, আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী। ভোট প্রদান শেষে নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী আশাবাদ ব্যক্ত করেন। রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বরুন কুমার পাল জানান, প্রথম ঘন্টায় ১৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়াও তখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুস সামাদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪'শ ৮৩ জন। প্রথম দুই ঘণ্টায় ১৮ শতাংশ ভোট পড়েছে।
রহনপুর পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম আড়াই ঘন্টার ভোটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।