চাঁপাইনবাবগঞ্জে রহনপুরের নয়া মেয়র মতিউর রহমান খানসহ ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না এবং ৪,৫,৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেফালী বেগম মোট ৩ জন কাউন্সিলরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ জানুয়ারী) রাতে রহনপুর সবজি সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে নুনগোলা বাসস্টান্ডে এ সংবর্ধনা দেওয়া হয়। ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সভাশেষে কেক কেটে মেয়রকে সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন; রহনপুরের সবজি আড়ৎদার সহ-সভাপতি বেলাল উদ্দিন,সাধারন সম্পাদক আরিফ রেজা, সদস্য সেলিম রেজা,হুময়ান কবির প্রমুখ।
এ সময় নয়া মেয়র মতিউর রহমান খান তার বক্তবে,সকল কে দেশের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়। এছাড়াও তিনি আরোও বলেছেন; আমরা কারো শত্রু নই, আমরা আমাদের পৌরসভাকে মডেল পৌর এলাকায় রুপান্তরিত করতে চাই। যে আমার ভূল ধরিয়ে দিবেসে আমার বন্ধু।
সঠিক দিক নির্দেশনা,আর কাজের মাধ্যমে আমি আপনাদের কাছে সম্মানিত হতে চাই। নির্বাচনে সকলের দ্বারে দ্বারে গিয়ে সকল প্রতিশ্রুতিকে বাস্তবে রুপ দিতে চাই। আমাকে ভাবনা দিয়ে, আপনাদের মূল্যবান মতামত দিয়ে, সমর্থন করে আমায় সাহায্য করবেন। সকলের জন্য বিধাতার কাছে ভালো থাকার প্রার্থনা করে মেয়র মতি তার বক্তব্য শেষ করেন।

