Nov 5, 2020

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়লো আড়াই লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালনগরের একটি বাড়ি অগ্নিকান্ডে পুরে ।

বুধবার(৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মাহবুল হোসেনের ছেলে আলমগীর হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবসহ দুইটি সাইকেল, তিনটি ছাগল , একটি স্প্রে মেশিন ,সেলাই মেশিনসহ বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রনে আনে।ক্ষতিগ্রস্থ কৃষক আলমগীর জানান, আগুনে তার বাড়ির টাকা পয়সা সহ সবকিছু শেষ হয়ে গেছে।

এদিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজ উদ্দিন বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রনে।তবে আগুনের সুত্রপাত এখনো নিনয় করা সম্ভব হয়নি। আগুনে আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com