Nov 20, 2020

চাঁপাইনবাবগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় এনজিও পরিচালকের হাতে গ্রাহক লাঞ্চিত অতঃপর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 


শিবগঞ্জে এক এনজিও পরিচালকের হাতে গ্রাহক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। ঘটনাাটি ঘটেছে উপজেলার কানসাট ইউনিয়নে কানসাট কলনী গ্রাম মোড়ে। ভুক্তভোগী হলো একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে ফল বিক্রেতা শুভো।গত ১৮নভেম্বর শুভোর স্বাক্ষরিত থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসা সম্প্রসারণের জন্য কিছুদিন আগে এইচ আর যুব উন্নয়ন সংস্থা যার নিবন্ধন নং ৪২ হতে ৫হাজার টাকা লোন গ্রহন করে করোনার কিস্তির টকা শোধ করতে না পারায় গত ১৭নভেম্বর এইচ আর যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজুর রহমান শুভোর বাড়িতে গিয়ে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাফিজুর পাশের দোকান হতে এক খন্ড কাড নিয়ে শুভোকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। 

এ সময় শুভো মাটিতে পড়ে গেলে হাফিজুর রহমান তার লুঙ্গি ধরে টানা টানি করে। নিজে বাঁচার জন্য শুভো চিৎকার করলে তার মা তাহেরা বেগম ছুৃেট আসলে তাকে গালিগালাজ করে এবং মারপিট করে।তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে হাফিজুর রহমান বিভিন্ন ধরনের হুমকী দিয়ে চলে যায়। এব্যাপারে পরিচালক হাফিজুল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শুভো আমার এলাকাার গরীব মানুষ ।

নেশা করে সব শেষ করে দিয়েছে। করোনার পূর্বে তাকে আমার সংস্থা থেকে ৫হাজার লোন দিয়ে এখন পর্যন্ত কোন কিস্তি
না দেয়ায় গত ১৭ নভেম্বর কিস্তির টাকা নিয়ে তার সাথে শুধু ধস্তাধস্তি হয়েছে। অন্য কোন নয়। অন্য দিকে শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহামান বলেন, উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে যে সমস্ত সংস্থাকে অনুমোদন দেয়া হয়েছে ক্ষুদ্র লোন বিতনের কোন সু যোগ নেই। তাছাড়া প্রতিটি সংস্থার পরিচারণের নিকট হতে লিখিত নেয়া হয়েছে তারা কোন ক্ষুত্র লোন বিতরণ করবে না। 

এরপরও যদি কেউ ক্ষুদ্র লোন বিতরণ করে থাকে তা নিজ দায়িত্বে করবে। শিবগঞ্জ থানার এ এস আই আহসান হাবিব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত না করে কিছু বলতে পারবো না। তদন্ত শেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com