Nov 18, 2020

ভোলাহাটের উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল


চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউপি'র চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে বিএনপি দলীয় প্রার্থীর প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন।বিএনপির উপ-নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন এ কথাটি নিশ্চিত করেন।

জানা জায়;আজ ১৮ নভেম্বর বুধবার জেলা নির্বাচন অফিসারের (আপিল কর্তৃপক্ষ) নিকট তিনি আপিল দায়ের করেছেন। আপিল কর্তৃপক্ষকে আগামী ২২ নভেম্বর তারিখের মধ্যে উক্ত আপিলের নিষ্পত্তি করতে হবে মর্মে জানা যায়।

উল্লেখ্য, উক্ত প্রার্থীর বিরুদ্ধে ঠিকাদারি লাইসেন্স ও ঠিকাদারির কাজ চলমান থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৭ নভেম্বর বিকালে ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তার প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com