Nov 7, 2020

নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত




"বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, ও পুরম্নস্কার প্রদান। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সুনিল কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার বুলকুল আহম্মেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব।
অনুষ্ঠানে সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবাস এর নির্বাহী পরিচালক, খাইরুল ইসলাম, মেঘনা ক্ষুদ্র ঋণদান সমবায় সমিতির পরিচালক শহিদুল ইসলাম, হাট বাকইল গোলাপি সমবায় সমিতির সভানেত্রী মালতি বর্মন। পরে ৬ জন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এছাড়া ৬জন সমবায়ীকে উদ্দেশ্যে পৌছানোর কারনে পুরস্কার ও ৬ জনকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com