চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি স্বরুপনগরস্থ নিজস্ব ভবনে আলোচনা সভা ও ফ্রি মেডিকাল ক্যাম্পের আয়োজন করে।
বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, পৌর প্যানেল মেয়র-৩ মুসলেমা মুসি, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়নসহ অন্যরা।
বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মামুনের সঞ্চালনায় আলোচনা সভাটি হয়।আজ মেডিকেল ক্যাম্পে প্রায় ১'শ অ্যাজমা রোগীকে ফ্রি চিকিৎসা প্রদাণ করে প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, প্রতি শুক্রবার মাত্র ১'শ টাকায় অ্যাজমা রোগীর চিকিৎসা দেয় প্রতিষ্ঠানটি।

