Nov 7, 2020

চাঁপাইনবাবগঞ্জে সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলায় পালন করা হয় ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০।


দিবসটি উপলক্ষে আজ ৭ নভেম্বর  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ী বৃন্দের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জেলা সমবায় অফিসার প্রফুল্ল কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মুন্জুরুল হাফিজ, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার ও সহকারী কমিশনার চন্দন কুমার।অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি গম্ভীরা গান পরিবেশন করেন মাহবুব ও মানির দল।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com