Nov 18, 2020

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসি।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ঘণ্ঠাব্যাপি তেলকুপি বাজারে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাবাজপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক,বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারোয়ার জাহান,স্হানীয় এলাকার আবু সাইদ সহ অন্যরা।মানববন্ধনে বক্তারা বলেন ,তেলকুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম নিজে অবৈধভাবে সুপার নিয়োগ হয়ে চাকুরী করছেন এবং বর্তমানে বিভিন্নপদে কাউকে না জানিয়ে নিজের ইচ্ছামত টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন।এমনকি এম পির নাম ভাঙ্গিয়ে ও টাকা নিচ্ছেন।


এই অধ্যক্ষের বিরুদ্ধে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।আশা করি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নিবেন।

এ ব্যপারে জানতে চাইলে মাদ্রাসা অধ্যক্ষ আব্দুর রহিম জানান,গত ১৯৯৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আমাকে নিয়মতান্ত্রিকভাবেই নিয়োগ দিয়েছেন।আর নিয়ম নীতি ছাড়া কোন প্রতিষ্ঠান চলতে পারেনা।আর আমার নিজের কোন প্রথী নাই আমি কারো কাছে কোন টাকা নিইনি।ডিজির প্রতিনিধি থেকে কমিটির উপস্হিতিতে সরকারী বিধিমোতাবেক মেধাবীদের নিয়োগ দেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com