আজ ১ নভেম্বর রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন " মহানন্দা রক্তের বন্ধন" এর আয়োজনে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবঃ) মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী শরিফুল ইসলাম,সমিতির সদস্য কামাল উদ্দিন(মাস্টার),কাওসার আলী, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক ফারুক আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রুমানা আফরোজ লেয়া ও ডাঃ তৌহিদুল ইসলাম সুজন চিকিৎসা সেবা প্রদান করবেন।চক্ষু ক্যাম্পের মিডিয়া পার্টনার ছিলো জেলার স্থানীয় দৈনিক পত্রিকা চাঁপাই চিত্র।তারাই ভিত্তিতে চাঁপাই চিত্রের নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।