Oct 31, 2020

শিবগঞ্জে ১৬ লাখ টাকার অবৈধ মোবাইল জব্দ


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাজার ও কানশাট বাজারে উপজেলা প্রশাসনের ভ্রামমান আদালতের অভিযানে ৮৩ টি মোবাইল যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাট বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৮৩টি চোরাই স্মার্ট মোবাইল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দুই মোবাইল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত হচ্ছে- শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মোল্লাটোলা মহল্লার আবদুল হান্নানের ছেলে আবদুর রাকিব সনি ও দৌলতপুর মহল্লার দুরুল হোদার ছেলে মনিরুল ইসলাম। 



শনিবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই স্মার্ট মোবাইলগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি। তিনি জানান, দুপুর ১২টার দিকে বিজিবির সহযোগিতায় শিবগঞ্জ ও কানসাট বাজারের বিভিন্ন মোবাইলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোরাই পথে আসা ৮৩টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মোবাইল ব্যবসায়ী সনিকে ৫ হাজার ও মনিরুলকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মোবাইলগুলো ধ্বংস করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সাকিব আল-রাব্বি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com