চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তির বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৯৫ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাগো নারী বহ্নিশিখা র আয়োজনে নবাবগঞ্জ ক্লাবের মিলনায়তনে রবিবার সাকল ১১ টায় জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
জাগো নারী বহ্নিশিখা চাঁপাইনবাবগঞ্জ শাখার আহবায়ক ফারুকা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবাইদা নাসরীন,
আলোচনা সভায় আরও ববক্তব্য রাখেন মনিমুদ্দোলা চৌধুরী, নাচোল আদিবাসী একাডেমী র সভাপতি যতিন হেমব্রম, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী নীলমনি কৃসকু, মোসলেমা সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন ইলা মিত্র একজন কিংবদন্তি নেত্রী তিনি খেটে খাওয়া মেহনতি মানুষ জন্য লড়াই করেছেন। বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের মানুষ কিংবদন্তী বিপ্লবী নেত্রী ইলা মিত্র কে শ্রদ্ধা সাথে মনে রাখবে আজিবন।