Aug 1, 2020

চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে সড়ক দূর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে বলে জানায় শিবগঞ্জ থানা পুলিশ।মৃত শিশুটি কলাবাড়ি এলাকার সামিউল ইসলামের ছেলো শামীম(৭)।পুলিশ জানায়,বাচ্চারা রাস্তায় খেলছিলো এমনতাবস্থায় ঘাতক ট্রাকটি শামিমকে চাপা দেয় ঘটনাস্থলে শামিম মারা যায়,ট্রাকটিকে এলাকা বাসি আটক করেছে বলে জানায় শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।


অন্যদিকে জেলার নাচোল উপজেলায় সড়ক দূর্ঘটনায়ও এক শিশু মারা গেছে বলে জানায় নাচোল থানা পুলিশ।মৃত শিশুটি হলো,নাচোল উপজেলার জোনাকি পাড়া এলাকার মিলন আলীর ছেলে আজমীর(০৯)।নাচোল থানা পুলিশ বলে,মৃত শিশুটি রাস্তাপারাপারের সময় রোগীবাহী এম্বুলেন্স তাকে চাপা দেয়,স্থানীয়রা তাড়াতাড়ি করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে বলে জানায় নাচোল থানার ওসি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com