Aug 18, 2020

শিবগঞ্জে বিভিন্ন মামলার ১২ আসামী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী,জুয়া ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১২ জন অপরাধীকে আটক করে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্ত ওই আসামীদের আটক করা হয়।


থানা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামানের নেতৃত্বে শিবগঞ্জ থানার বিভিন্ন  এলাকায় থানা পুলিশ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী, জুয়া ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১২ জনকে আটক করে পুলিশ। 

আটকৃতরা হলেন মোঃ এনামুল হক (৪২), মোঃ জিয়াউল হক (৪০), মোঃ আজিজুল হক (৩৮), মোঃ সাইদুল (৩৫), প্রতাপ সরকার (৪০), মোঃ ইয়াকুব আলী (৬১), মোহাম্মদ দুলাল (৩৫), মোহাম্মদ মন্টু (৫৫), মোঃ শহিদুল ইসলাম (৫৩), মোহাম্মদ কাদের খান (৬০), এবং মোহাম্মদ রায়হান মন্ডল (৩৯)। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মাদক কারবারি ও জুয়ার সাথে আমার কোন আপোষ নেই। মাদক ও জুয়ার সাথে যেই সম্পৃক্ত থাকবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com