Jul 4, 2020

রহনপুর রেলবন্দর দিয়ে ২০ হাজার মেঃ টন পিঁয়াজ আমদানী

এমরান আলী বাবু;গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে গত জুন মাসে প্রায় ২০ হাজার মেঃ টন পিঁয়াজ আমদানী হয়েছে। গত ১৮ মে থেকে এ রেলবন্দর দিয়ে প্রথমবারের মত পিঁয়াজ আমদানী শুরু হয়। লকডাউনের কারনে সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া পিঁয়াজ মালবাহী ট্রেন যোগে এরুট দিয়ে আমদানী শুরু হয়।

গত জুন মাসে ১২ টি র‍্যাক (৫০৪) টি ওয়াগন যোগে প্রায় ২০ হাজার মেঃ টন পিঁয়াজ  আনা হয়। এদিকে আমদানীকৃত পিঁয়াজ আমনুরা রেলস্টেশনে খালাস হয়ে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে ২ টি আমদানীকারক প্রতিষ্ঠান এ রুট দিয়ে পিঁয়াজ আমদানী করছে। তারা জানায়, ভারতের নাসিক থেকে সল্প খরচে মালবাহী ট্রেন যোগে পিঁয়াজ আমদানী অব্যাহত রয়েছে।


 রহনপুর রেলবন্দরে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা চালু হলে এখান থেকেই সড়ক পথে সারাদেশে পিঁয়াজ সরবরাহ সম্ভব হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com