Jun 2, 2020

কবরের জায়গা না পাওয়ায়, নদীর ধারে দাফন করল পুলিশ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া নাসিমা বেগম (২৫)।তাজপুর গ্রামের মাসুদ আলীর মেয়ে।




জানা গেছে, নাসিমা বেগম দীর্ঘদিন ধরে ঢাকায় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসে অসুস্হ হয়ে পড়ে। এরপর জ্বর ও সর্দি নিয়ে গত ২৩ মে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন।অবস্থার অবনতি দেখা দিলে রোববার দুপুর দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলেও আরো অবনতি হতে থাকলে রাতে সাড়ে ৮টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নাসিমা বেগমের মৃত্যু হয়। 


পুলিশ জানায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার ঘটনায় নাসিমার মরদেহ গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বাধা দেওয়া হয়। এরপর সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামে নিয়ে আসা হলে গ্রামবাসী বিভিন্নভাবে বাধা দেয়।পুলিশের সহযোগিতায় লাশ গ্রামে প্রবেশ করলেও কবর দেওয়ার কোনো জায়গা দেয়া হয়নি। এরপর বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে ছয়জন পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে তাজপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে বাঁধের পাশে নিহতের দাফন সম্পন্ন করা হয়। জানাজা পড়ান উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আইয়ুব আলী।তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com