Jun 3, 2020

সোনামসজিদ স্হলবন্দর পরিদর্শনে জেলা প্রশাসক



চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত সোনামসজিদ স্থলবন্দর চালু করার বিষয়ে স্থলবন্দরের সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।

৩ জুন বুধবার সকালে পরিদর্শন শেষে তাঁরা স্থলবন্দর কনফারেন্স রুমে কাস্টমস এবং বন্দর অপারেটর কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন।


বৈঠকে বলা হয় ভারতীয় গাড়িচালকদের তাপমাত্রা পরীক্ষা এবং শ্রমিকদের হাত ধৌয়ার ব্যবস্থাসহ স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে খাদ্যপন্য সহ সকল প্রকার দ্রবাদি সকাল সাড়ে ৯টা থেকে দুপুট ২টা পর্যন্ত আমদানী করার বিষয়ে তাঁরা  সি এ্যান্ড এফ এর কর্তৃপক্ষকে অবহিত করেন।

এসসময় আরোও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব,সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তার,কাস্টমস কর্মকর্তাসহ ব্যবসায়ীরা।

 উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থতিতে ২৪ মার্চ,২০২০ ইং থেকে ভারতের  মহদীপুর স্থলবন্দর -সোনামসজিদ স্থলবন্দর  আন্তর্জাতিক বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছিলো ৬৮দিন।অন্যথায় ২ই জুন সকল কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে চালু করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com