চাঁপাইনবাবগঞ্জে ৩জন সংখ্যা ১৪জন করোনায় আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ৯জন হওয়ায়,মোট ১১জন করোনা শনাক্ত হয়েছিলো।
৭ মে রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে ০৩জনের করোনা পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা:জাহিদ নজরুল চৌধুরী।
৩জনের মধ্যে ২জন সদর উপজেলার টিকরামপুর ও সুন্দরপুর এলাকার,অন্যজন নাচোল পৌরএলাকার বাসিন্দা।
সরকারী গোয়েন্দা বিভাগ থেকে জানা যায়,আজ করোনা আক্রান্তের ৩জনের দেহ কোন উপসর্গ নেই।গায়ের তাপমাত্রাও স্বাভাবিক আছে।
জেলার সকলকে সতর্ক থাকার জন্য অহব্বান করেছে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
