চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাদ্য বিতরণ করেছে মেসার্স সাগর অটো রাইস মিলস্ কর্তৃপক্ষ। ৬ এপ্রিল সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত পৌরসভার ২, ১০, ১১, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে এবং বারঘরিয়া ইউনিয়নের কিছু কর্মহীন ও অসহায় ৩ হাজার দিনমজুরের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।
সাগর অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী বলেন, করোনা ভাইরাসের কারণে এলাকার দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাঁড়াবার উদ্দেশ্য খাদ্য সামগ্রী বিতরণ করলাম।
এসময় উপস্থিত ছিলেন মেসার্স সাগর অটো রাইস মিলের এমডি আব্দুল্লাহ আল মাসুদ (সাগর)। সাগর সকলের উদ্দেশ্য বলেন, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আপনারা অনুগ্রহপূর্বক, সবাই ঘরে থাকুন। নিজের এবং পরিবারের প্রতি যত্নবান হউন,সাবধানে থাকুন। এই কয়েকদিন অহেতুক বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, ম্যানেজার আলমগীর হোসেন আলম, মাহতাব উদ্দীন, এ্যাকাউন্স অফিসার নাসির সুপারভাইজার দিলীপ কুমার প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মসিউর রহমান সুমন ও গোলাম মোস্তফা সেলিম।
