চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ১৫ই মার্চ বেলা ১১:৩০টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালীর আয়োজন করা হয়েছে।
উপস্হিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তাজকি-উজ-জামান।
সিবিল সার্জন,ডাঃজাহিদ নজরুল চৌধুরী।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক:জহিরুল ইসলাম,সড়ক ভবনের সহকারী পরিচালক,আতিকুল্লাহ ভুঁইয়,।সমাজ সেবার পরিচালক:উম্মে কুলসুম প্রমুখ।
