চাঁপাইনবাবগঞ্জে নজরুল সম্মেলনের সমাপনী অনুষ্ঠান
"গাহি সাম্যের গান,মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান"উপপাদ্যকে সামনে রেখে জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে সনদ ও পুরুষ্কার প্রদান করা হয়েছে।
২৮শে জানুয়ারী ২০২০তারিখ রোজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় সরকারী কলেজে মাঠে জেলা প্রশাসনের সহোযগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন,জেলা প্রশাসক এজেডএম নুরুল হক,বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন,নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যাক্ষ ড.প্রফেসর শংকর কুমার কন্ডু,নবাবগঞ্জ মহিলা কলেজে অধ্যাক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন,জেলা যুবগীলের সভাপতি সামিউল হক লিটনসহ অন্যান্যরা।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন,কবি নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম।
উল্লেখ, সদর উপজেলার দশটি স্কুলে চার বিভাগে প্রতিযোগিতার সনদপত্রসহ পুরুষ্কার বিতরন করা হয়।এছাড়াও নজরুল সম্মেলন ৫দিন ব্যাপি সংগীত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,এতে অংশ নেন ৫০জন প্রশিক্ষণার্থী,তাঁদেরকে সনদপত্রসহ সম্মাননা দেওয়া হয়।