রবিউলের পরিবার চাই দৃষ্টান্তমূলক শাস্তি
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা কলোনি পাড়া এলাকার রবিউল ইসলামকে ছুরিঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত আশুরুদ্বিন মন্ডলের ছেলে আনসার আলীর সাথে ২৬২ আর এস খনিয়ানের ১৬ শতক জমি না দেওয়ার কারনে হত্যাকৃত রবিউলের সাথে দ্বন্দ্ব সৃষ্টিহয়।
অস্থায়ীভাবে জমির মালিক আনসার আলী সহ সাবানা বেগম স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করলে উক্ত সালিশে আনসার আলী হত্যাকৃত রবিউলকে ১০ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়,আনসার আলী এ সিদ্ধান্ত অমান্য করে টাকা না দেওয়ার কথা বলে হত্যা করার হুমকি দিয়ে সালিশ থেকে চলে আসে।
৫-১২-১৯ ইং রবিউল সহ একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে শাহীন ও হাবিবুর রহমানের ছেলে আব্দুল হান্নান তারা মোটরসাইকেল যোগে কেন্দুল গ্রাম যাওয়ার পথে আমনুরা বাইপাস পার হয়ে কিছু দূরগিয়ে দক্ষিণ পাড়ার রাস্তার উপর পৌঁছেছিল পূর্ব শত্রুতার জের ধরে একই ১১ টার সময় উঠে বসেছিল আনসার আলীর বাহিনী।
মৃত আশুরদ্বিনের ছেলে আনসার আলীর নেতৃত্বে,সাবানা বেগম,বিপ্লব,সাকিব রাকিব,রেজাউল করিম,বিপ্লব(২) নাদিম, অনিক,হাফিজুল,নুরুল ইসলাম, হাসিনা বেগমসহ মাহবুব আলম ওরফে হৃদয় এরা ধারালো বড় চাকু ধারালো হাসুয়া লাঠি ইত্যাদি নিয়ে দলবদ্ধ হয়ে রবিউলের ওপর হামলা চালায়,আসামি অনিক ও রাসেল রবিউলের দুহাত ধরে থাকলে ছুটতে চাইলে আসামি সাকিব মাথার চুল ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে একপর্যায়ে রবিউলের অবস্হা বেহালদশা হলে নূরুল ইসলামের কথায় আসামি নাদিম রবিউলের ডান কানের ছিদ্র থেকে গলার সামনে দিকে ছুরিঘাত করে,সাথে সাথে অজ্ঞান হয়ে যায় রবিউল ইসলাম।
রবিউলের সাথে থাকা শাহিন আব্দুল হান্নান তাকে বাঁচাতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেয় আনসার দলের বাহিনীরা।
ভগ্নিপতি রফিউল ইসলাম রাফি রবিউল কে বাঁচাতে গেলে আসামিরা রফিককে ও মারধর করে ঘটনাস্থলে রফিককে মাটিতে শুইয়ে দিয়ে তার গলায় কোপ মারতে গেলে তা প্রতিহত করতে গেলে ডান হাতে লাগে ওই অবস্থায় আনসার বাহিনীর সদস্য মাহবুব আলম রফিকের উরু(জাগং) কোপ মারে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে,ভর্তি করার পূর্বে রবিউল ইসলাম মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।রবিউলের ভগ্নিপতি এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
ঘটনায় স্থানে অবস্থানরত আমনুরা কলোনী পাড়া এলাকার আজাহার আলী,বাদশা শাহিন,আব্দুল মান্নান আমিনুল ইসলাম বলেন আমরা বাঁধা দিতে গেলে আমাদের কে মারধর করার হুমকি দেয় তারপরও সহদর ভেবে আমরা রবিউলকে বাঁচাতে গেলে আগামীকাল অটো বাইক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে হোটেল আল নাহিদ এ সকাল ১০৩০ ঘটিকায়। আলী কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
রবিউল ইসলামের ছেলে ফয়সাল আলি রিয়াদসহ তার চাচা বাদশা বলেন,দূর্ত আসামিদের আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Dec 10, 2019
সংবাদটি শেয়ার করুন:
Author: ডেক্স রিপোর্ট verified_user
ই-মেইল: amarchapaibd@gmail.com
এ বিভাগের আরো সংবাদ
- Blog Comments
- Facebook Comments
