Nov 22, 2019

লবগঞ্জে লিচ্ছাক্যার কুয়াশা!কিচ্ছু দ্যাখা যায়না

লবগঞ্জে লিচ্ছাক্যার কুয়াশা!কিচ্ছু দ্যাখা যায়না:
মেহেদী হাসান শিয়াম;এডমিন&পাবলিশারঃ

হারঘে লবগঞ্জে ম্যালাই কুয়াশা জ্বি!র‍্যাত ৮টা,হইলে আন্ধার হইয়া যায় কিচ্ছু দ্যাখা যায়না।আর শীতের সময় হইলে শরীর হাত চড়চইড়া হইয়া যায় তাই আরো খিদিবিদি লাগে।কি যে কাকে কহবো বুঝার কোন সাধ্য নাই।ভোর হইলে পানি কিনকিনা ঠান্ডা মুখ ধুইতে পারা যায়না জ্বি!তবুও কি করার মুখতো ধুইতে হবে,তাই চটপট্যা মানুষ লবগঞ্জের কোণখানে পানি ঠেকলো না ঠেকলো বুঝার কোন উপায় নাই!হাকাবাকা কইর‍্যা চৈল্যা আসতে হয়।

লবগঞ্জের সদর উপজেলার শিবতলা এলাকার এরফান কহিছে!ভোর ব্যালা নামাজের ল্যাইগা উঠি দোয়া কালান পড়িহ ঠান্ডা কিনকিনা পানিতে অযু-হাত কইর‍ মহজিদে চইল্যা যায়।খুব ভালো লাগে একটু ফর্চা হইলে মিষ্টি রৈদখ্যানটা গায়ে লাগে খুব ভালোই লাগে।তো হারঘে লবগঞ্জে যখন ভাপাপিঠা,কহো আর কোন পিঠা কহো সব পিঠায় হাকে ভালো লাগে!শিত খ্যানটা ভালো লাগে কিন্তু হাতপা খানটা যখন চড়চইড়া হইয়্যা যায় তখন একটু খারাপ লাগে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com