Showing posts with label শিক্ষা ও ক্যাম্পাস. Show all posts
Showing posts with label শিক্ষা ও ক্যাম্পাস. Show all posts

Jul 29, 2020

অনলাইনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে দ্বাদশ শ্রেনীতে

অনলাইনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে দ্বাদশ শ্রেনীতে

অনলাইনে বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


রোববার (২৬ জুলাই) ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

সভায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা এবং উচ্চ মাধ্যমিকসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটিকে (নিপক) দায়িত্ব দেয়া হয়েছে।

অনলাইন সভায় অংশ নেয়া একাধিক শিক্ষক বিষয়টি আমার চাঁপাইকে নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। এছাড়া উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Jul 1, 2020

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৩৪, জিপিএ-৫ পেল তিনজন

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৩৪, জিপিএ-৫ পেল তিনজন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার ২৫২ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ৩৪ জন শিক্ষার্থী। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন শিক্ষার্থী। এছাড়া নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ জুন) শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.rajshahieducationboard.gov.bd) এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক জানান, গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। এবার ২০ হাজার ৪১৩ জন শিক্ষার্থী ৪৪ হাজার ৬১টি খাতার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।

বেশি আবেদন পড়েছিল গণিত বিষয়ে। গণিতে আবেদন সংখ্যা ৮ হাজার ৩৭৫টি। প্রতিটি খাতা দু’বার করে যাচাই-বাছাই করে দেখা হয়। এতে নম্বর প্রদানে কোনো অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়।

সব শেষে দ্রুত সময়ের মধ্যেই তার ফল প্রকাশ করা হলো বলেও উল্লেখ করেন- রাজশাহী শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক। এতে ২৫২ জনের ফল পরিবর্তন হয়েছে।

চলতি বছরের ৩১ মে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

May 15, 2020

বেটার চাঁপাইনবাবগঞ্জ গ্রুপের শিক্ষণীয় কন্টেস্টের আয়োজন

বেটার চাঁপাইনবাবগঞ্জ গ্রুপের শিক্ষণীয় কন্টেস্টের আয়োজন

প্রতিযোগিতায় অংশ নিলেই পাবেন ১ টি করে সান্তনা পুরস্কার,আর ১ম ২য় ও ৩য় স্থান অধিকার রয়েছে অর্জনকারীদের জন্য  আকর্ষণীয় পুরস্কার।
করোনা কালে সবাই আছে থমকে,দিন ভালো করে কাটানোর জন্য সবসময় হাসিখুশি থাকতে হয় নতুবা দিন ভালো কাটেনা মনটাও থাকে খিটখিটে।মানসিক ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে বসে থাকতে থাকতে আবদ্ধতার শ্রীঘরে।
  

আপনাদের সকলকে আনন্দ দেবার জন্য
করোনাকালে হোমকোরেন্টিনে অবসর কাটানো সময়ে আপনার শিশুর/আপনার/যৌথভাবে বিশেষ যোগ্যতা তুলে ধরে পোস্ট করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। 

আপনার শিশুযদি ভিডিও করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাহলে;ছড়া আবৃত্তি, কবিতা আবৃত্তি অডিও/ভিডিও গান গজল জোকস নাচ নিজের অভিনীত গান,নাটক ইত্যাদি নিজের করা ভিডিও;চিত্রাঙ্কনের ক্ষেত্রে নিজের আঁকা চিত্র;লিখার ক্ষেত্রে নিজের লিখা ছড়া কবিতা ছোটগল্প গান পোস্ট করুন গ্রুপে।
প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে শর্তাবলী দিয়ে বলেছেন কতৃপক্ষরা;প্রতিযোগীতায় অংশ নিতে উপরোক্ত বিষয়ের কোন বিষয়ে পারদর্শী সেটার ভিডিও বা চিত্র বা লিখা পোস্ট করতে হবে নিজ আইডি শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আইডি থেকে পোস্ট করতে হবে।পোস্টটি নিজ টাইমলাইনে শেয়ার দিতে হবে। এ জন্য প্রতিযোগির টাইমলাইন ভিজিট করে দেখা হবে। প্রতিযোগী যেকোনো বয়সের হতে পারবে। এ ক্ষেত্রে বয়সের কোন সীমা নেই। তবে শিশুদের উৎসাহিত করা হচ্ছে।পোস্টকৃত বিষয় লাইক পাওয়ার ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হবে।ছবিতে লাইক পেতে বন্ধুদের মেনশন দেয়া যাবে। পোস্ট শেয়ার বা লিংক মেসেঞ্জারে শেয়ার করেও আপনার পক্ষে লাইক ভোট চাইতে পারবেন।একজন একাধিকবার বা বিষয়ে অংশ নিতে পারবেনা।কোন প্রকার কপি করার অভিযোগ প্রমাণিত হলে পোস্ট বাতিল করা হবে।অংশ নিতে প্রতিযোগীতার নাম, প্রতিযোগীর নাম, বাচ্চাদের ক্ষেত্রে স্কুল ও শ্রেণী উল্লেখ করতে হবে।অংশগ্রহণকারী পোস্টের স্ক্রিনশট, পোস্ট লিংক, নিজ ঠিকানা ও ফোন নং এডমিন বরাবর ইনবক্সে প্রেরণ করবে।প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রত্যককেই সান্ত্বনা পুরস্কার হিসেবে সল্প মূল্যের গিফট বা টি শার্ট কুরিয়ারে বা হাতে হাতে প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে বেটার চাঁপাইনবাবগঞ্জের যেকোনো পরবর্তী সামাজিক প্রোগ্রামের সময় পুরস্কৃত করা হবে।পোস্টের শুরুতেই লকডাউনে বেটার চাঁপাইনবাবগঞ্জ প্রতিভা বিকাশ কন্টেস্ট কথাটি উল্লেখ করতে হবে। অশ্লীল বা গ্রুপ রুল বিরোধী কোন পোস্ট এপ্রুভাল করা হবে না।

বেটার গ্রুপের এডমিন জানান;উল্লেখিত কন্টেস্ট সরকার ঘোষিত সাধারণ ছুটি পর্যন্ত কন্টেস্ট চলবে। পরবর্তীতে পোস্টকারী বাতিল প্রতিযোগী বলে গন্য হবে।উক্ত শর্তাবলী ভঙ্গ হলে অংশগ্রহণকারী বাতিল হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন;তাছাড়া যেকোন  সময় পরিবর্তন,পরিবর্ধন, পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা গ্রুপ কর্তৃপক্ষের বিবেচনাধীন থাকবে বলে জানান।

Apr 14, 2020

মেয়াদ শেষেও বহাল তবিয়তে স্বপদে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ

মেয়াদ শেষেও বহাল তবিয়তে স্বপদে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ


লালমনিরহাটে মেয়াদ শেষেও বহাল তবিয়তে স্বপদে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ারুল ইসলাম। 

জানা যায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলাম এর জন্ম তারিখ (১০/০৪/১৯৫৯) মোতাবেক গত ১০ এপ্রিল /২০১৯ তার ৬০ বছর পূর্ণ হয়। কিন্তু তিনি কোন  নির্দেশনা তোয়াক্কা না করে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন বলে অভিযোগ উঠলে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ারুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের মাধ্যমে এক বছর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সময় বর্ধিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া এক বছর সময় গত ৯ ই এপ্রিল /২০২০ মেয়াদ শেষ হলেও তিনি কাউকে দায়িত্ব হস্তান্তর না করেই এখনও অধ্যক্ষ পদে বহাল রয়েছে।

উল্লেখ এর পূর্বে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলামকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এই নির্দেশ দিয়েছিলেন মো. এনামূল হক হাওলাদার উপ-পরিচালক (কলেজ-২)। সাক্ষরিত নির্দেশ পত্রে জনবল কাঠামো ২০১৮ এর ১৩ ধারা অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।

১৭ জুন, ২০১৯ মোতাবেক প্রেরিত পত্রে জনবল কাঠামো ২০১৮/১৩ ধারা অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষকের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি দেয়া হয়েছিল।

 এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ এর ১১.৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়, বয়স ষাট বছর পূর্ণ হলে কোন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান বা শিক্ষক কর্মচারীকে কোন অবস্থাতেই পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না। সে অনুযায়ী তার অধ্যক্ষ দায়িত্ব পালনের সুযোগ নেই। অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষক দায়িত্ব পালন করবেন।

এ পরিপ্রেক্ষিতে ১৭ জুন তারিখে এ এস এম মনোয়ারুল ইসলাম কে অধ্যক্ষ পদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে উত্তর বাংলা কলেজের দায়িত্ব পালন রত বর্তমান অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি এখনও স্বপদে আছেন।এবং এ  বিষয়ে বিস্তারিত জানতে হলে  এ প্রতিবেদককে ১৫ ই এপ্রিল  তাহার অফিসে ডাকেন।

এ বিষয়ে উত্তর বাংলা কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল ইসলাম (পাভেল) দৈনিক অধিকারকে জানান, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রে সুস্পষ্ট নীতিমালায় দায়িত্ব হস্তান্তরের কথা উল্লেখ থাকলেও তিনি দায়িত্ব হস্তান্তর করেননি। তিনি দায়িত্ব হস্তান্তর না করলে আমার করার কিছু নাই।’ এ বিষয়ে আমি কিছু জানিনা। 

উত্তর বাংলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে ফারহানা আক্তার কলেজ সহকারী পরিচালক (কলেজ-৩) সাক্ষরিত আরও একটি স্মারক যাহার নম্বর ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৯/২৯১৬/৪ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যেই অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দেশ করা হয়েছিল।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ কমিটির একজন অভিভাবক সদস্য বলেন, তিনি এখনও কাউকে দায়িত্ব হস্তান্তর করেননি। তবে তিনি আরো এক বছর স্বপদে থাকবেন। মোট কথা হাইকোর্টে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্বে বহাল থাকবেন।

উত্তরবাংলা কলেজের সভাপতি নজরুল হক মতি জানান, এ বিষয়ে আমি তেমন কিছুই বলতে পারব না, সব অধ্যক্ষ জানেন।

Mar 22, 2020

এইচএসসি পরীক্ষা স্থগিত

এইচএসসি পরীক্ষা স্থগিত


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শনিবার (২১ মার্চ) এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় দেশের সব শিক্ষাবোর্ড।