করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শনিবার (২১ মার্চ) এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় দেশের সব শিক্ষাবোর্ড।
