Nov 7, 2020

শীতকালে খেজুররস নিয়ে কিছু সতর্কতা

আসছে শীতে খাদ্যের তালিকায় সকলেরই প্রিয়,খেজুরের রস কিন্তু এই খেজুরের রস কিভাবে সংগ্রহ করা,হচ্ছে সেটা নিশ্চিত না হয়ে দয়া করে কেউ খাবেন না।


কেননা এই রসের হাড়ির মুখ যদি ঢেকে না দেয়া হয় তাহলে সেখানে অনেক জীব-জন্তু, পশু-পাখি মুখ দিয়ে সেটি বিষাক্ত করে ফেলে, তাই খাবার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন এটি কিভাবে সংগ্রহ করা হচ্ছে, একটু ভুলের জন্ন্য অনেক বড় ক্ষতি হতে পারে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com