চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাসিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগের দু-গ্রুপে সংঘর্ষ হয়েছে।
জানা যায়,২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানগনপ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে চল্লিশ দিনের কজের কর্মসূচির ২০℅ লোক সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং ১০℅ লোক উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেওয়ার প্রস্তাব দেন।এতে বাঁধা দেন মনকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদৎ হোসেন খুররম।
এক পর্যায়ে তারা উচ্চ স্বরে কথা কাটাকাটি করতে থাকলে,সভা কক্ষের বাইরে উপস্থিত এমপি গ্রুপের সর্মথক এবং মনাকষা ইউনিয়ন চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররম গ্রুপের সর্মথকরা শুনতে পেয়ে হাতাহাতি এবং ভাংচুর লিপ্ত হয়।
এরপরে চেয়ারম্যান খুররম ফোন দিয়ে এলকা থেকে তার আরো কর্মী সর্মথকদের ডেকে এনে উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়।পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের অনুসারী সংঘর্ষে জড়িয়ে পরে।
এতে করে শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সেক্রেটারি আলী রাজ,আর পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ অজ্ঞাত কয়েকজন আহত হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন;ঘটনা শুনেছি অভিযোগ পাইনি,অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।