Aug 29, 2020

চাঁপাইনবাবগঞ্জ জেলা গ্রন্থাগারে পুরস্কার ও সনদপত্র বিতরণ



চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় ৪৬ জন বিজয়ীকে আজ সকাল ১১টায় জেলা সরকারী গ্রন্থগারের হলরুমে পুরস্কার প্রদান করা হয়।


বিভিন্ন গ্রুপে আয়োজিত সর্বনিম্ন ৫ বছর থেকে শুরু করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এসব প্রতিযোগিতায় জেলার সকল উপজেলার বিজয়ী ছিলো। বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়।

 অত্র দপ্তরের অফিস প্রধান লাইব্রেরিয়ান জনাব মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামোশংকরবাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম ফারুক মিথুন, নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার প্রভাষক জনাব ড. ইমদাদুল হক মামুন ও গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকসানা আহমদ। 


বক্তারা মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার চিন্তা-চেতনা ও আদর্শকে ধারণ করে উন্নয়নের যাত্রায় যার যার অবস্থানে থেকে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে যথাযথ শারিরীক দূরত্ব বজায় সীমিত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com