চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় ৪৬ জন বিজয়ীকে আজ সকাল ১১টায় জেলা সরকারী গ্রন্থগারের হলরুমে পুরস্কার প্রদান করা হয়।
বিভিন্ন গ্রুপে আয়োজিত সর্বনিম্ন ৫ বছর থেকে শুরু করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এসব প্রতিযোগিতায় জেলার সকল উপজেলার বিজয়ী ছিলো। বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়।
অত্র দপ্তরের অফিস প্রধান লাইব্রেরিয়ান জনাব মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামোশংকরবাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম ফারুক মিথুন, নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার প্রভাষক জনাব ড. ইমদাদুল হক মামুন ও গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকসানা আহমদ।
বক্তারা মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার চিন্তা-চেতনা ও আদর্শকে ধারণ করে উন্নয়নের যাত্রায় যার যার অবস্থানে থেকে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে যথাযথ শারিরীক দূরত্ব বজায় সীমিত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।