Jul 22, 2020

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পৌরএলাকায় চানাচুর ফ্যাক্টরিসহ নকল ও ভেজাল হ্যান্ড ওয়াশ,ডিটারজেষ্ট পাউডারের সন্ধায় পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(জুডিশিয়াল মুন্সীখানা ও রাজস্ব শাখা) সাইফুল ইসলাম।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরএলাকার জোড় বাগান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর প্রস্তুত করণের দায়ে ৩৫হাজার টাকা জরিমানা করেছে সাজ্জাদ আলীর ছেলে মুনিরুল ইসলামকে।


অন্যদিকে পৌরএলাকার রেহায়চরের পাইকোড়তলা এলাকায় মিম কনজুমার পোডাক্স নামক দোকানে নকল ও ভেজাল হ্যান্ড ওয়াশ,ডিটারজেষ্ট পাউডার সহ চা পাতা জব্দ করেন ভ্রমমাণ আদালত।পরে মুনিরুল ইসলামকে ৪০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।মোট ৭৫হাজার টাকা অভিযানে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(জুডিশিয়াল মুন্সীখানা ও রাজস্ব শাখা) সাইফুল ইসলাম আমার চাঁপাইকে জানায়,গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।এরকম অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com