May 1, 2021

চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্রমিক যাচ্ছে ধান কাটতে

ওরা ১৬ জন যাচ্ছে ধান কাটতে।

ধান কাটতে চাঁপাইনবাবগঞ্জ থেকে দলে দলে নওগাঁর পথে যাচ্ছে শ্রমিকরা। ট্রাক্টর, পাওয়ার টিলার, অটো, নশিমনে (স্যালো মেশিন) করে জেলার বিভিন্ন জায়গা থেকে ধান কাটতে যাচ্ছে নওগাঁর বিভিন্ন উপজেলায়।গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নাচোল, রহনপুর এলাকায় দেখা গেছে, দলে দলে বিভিন্ন গাড়িতে রওয়ানা দিয়েছেন তারা।

গাড়িতে রান্না করার হাঁড়িপাতিল, খড়ি, কাপড়, বিছানা সাথে নিয়ে ছুটছেন তারা। ধান কাটতে যাওয়া কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা হতে নওগাঁ জেলার মহাদেবপুর, বদলগাছি, নিয়ামতপুর, পৌরশা, সাপাহার, মান্দা, আত্রাই, ধামুরহাট উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটতে যাচ্ছেন শ্রমিকরা।

নওগাঁয় মণে (৪০ কেজি) ৮ কেজি পারিশ্রমিক হারে ধান কাটে এসব শ্রমিক। চাঁপাইনবাবগঞ্জে মণে ৫ কেজি হারে

পারিশ্রমিক পাওয়ার কারনে নিজ জেলা ছেড়ে নওগাঁয় ছুটছেন তারা। একেক দলে ১০-২০ জন করে রয়েছেন ধান কাটা শ্রমিকরা। এবার ফলন ভালো, তাই অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক পরিমানে পারিশ্রমিক পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারোরশিয়া গ্রামের কৃষক হারুন আলীর সাথে আরো ১২ জন শ্রমিক রয়েছে এই দলে। তিনি বলেন, আমি গত ১৪ বছর ধরে নিয়মিতভাবে ধান কাটার মৌসুমে নওগাঁর বিভিন্ন উপজেলায় যায়। এবছর মহাদেবপুরে ধান কাটতে যাচ্ছি। সেখানে (নওগাঁয়) বেশি পরিমাণে জিন (পারিশ্রমিক) পাওয়া যায়।

গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের শ্রী সবানু জানান, প্রতিবছর নওগাঁয় ধান কাটতে যায়। ১৫-২০ দিন সেখানে ধান কাটা, মাড়াই করি ও মালিকের বাড়িতে ফসল উঠিয়ে দেয়ার কাজ করি।তা দিয়ে এক মৌসুমের মাঝামাঝি সময়ে পরিবারের খাবারের ব্যবস্থা হয়।

নওগাঁ জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শামীম ইকবাল।তিনি  জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত নওগাঁয় উত্তরের বিভিন্ন জেলা হতে ৪৬ হাজার ৭০০ জন ধানকাটা শ্রমিক এসেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও নওগাঁয় আসা ধানকাটা শ্রমিকদের মধ্যে রয়েছে যশোর, নিলফামারী, গাইবান্ধা, জয়পুরহাট জেলার  শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com