Jun 16, 2020

করোনা:কোন বিভাগে কত মৃত্যু

মৃত্যুর তালিকায় গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছে আরও ৩২ জনের নাম। এতে রোববার (১৪ জুন) দুপুর পর্যন্ত মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে এক হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে।


দু’দিন আগেও করোনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর তালিকার শীর্ষে ছিল রাজধানী ঢাকা। তবে সেটিকে টপকিয়ে এই তালিকার এক নম্বরে উঠে এসেছে ঢাকা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, দেশের আট বিভাগের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত মোট ৩৪০ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা, এখানে মৃত্যু ৩২৯ জনের। এর পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে করোনায় ৩১২ জনের প্রাণহানি হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে- রাজশাহী বিভাগে ৩২, রংপুর বিভাগে ৩৪, খুলনা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ২৪, বরিশাল বিভাগে ৩৪ এবং সিলেট বিভাগে ৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

১৪ জুন পর্যন্ত সারাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com